ঝর্ণা
- তিরোহিত ধানিকা ১৭-০৫-২০২৪

পাহাড় ভেঙে নামি আমি
পারাবারে মিশি
সারাজনম খুঁজলে ও
পাবে না মোর দিশি ।

আমার কোন দুঃখ নেই
তবু দ্যাখো জল
বইছে আমার শরীর বেয়ে
শব্দে কলকল ।

এই ধরাকে ভালবাসি
তাই বয়ে যায় দুখ
অন্যের দুখ বয়েই আমি
পাই অনাবিল সুখ ।

ঝর্ণা বলেই ডাকতে পারো
পাহাড় বেয়েই নামি
সব সৃষ্টির কল্যাণ চাই
জানেন অন্তর্যামী ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।